স্বাস্থ্যসচিবের পদত্যাগের অবস্থানে অনড়! সোমবারেই হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

শনিবার অনশন মঞ্চে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এরপর মুখ্যসচিবের ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors protest  (2)

নিজস্ব সংবাদদাতা: শনিবার অনশন মঞ্চে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এরপর মুখ্যসচিবের ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনশন থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। স্পিকারে সেই ফোনবার্তা শোনানো হয় চিকিৎসকদের। আগামী সোমবার তাঁদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চান মমতা। ওইদিন বিকেল ৫টায় সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে  সম্মতি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন কোনওভাবেই স্বাস্থ্যসচিবকে বরখাস্ত করা সম্ভব নয়। বাকি দফাগুলো আলোচনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তোমাদের হাতে-পায়ে ধরছি। তোমরা অনশন তুলে নাও।” পাশাপাশি তিনি সব দাবি মেনে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন। এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে তা লিখিত দিতে বলেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আপনি যে সব দাবি মেনে নেওয়ার কথা বলছেন, সেগুলি লিখিতভাবে জানান। একটা ভুল ধারনা তৈরি  হয়েছে যে, শুধুই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনশন করছি, এমনটা নয়।” জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়েছন, স্বাস্থ্য সচিবের পদত্যাগের অবস্থান থেকে একটুও নড়ছেন না। 

 tamacha4.jpeg