পুরসভায় নিয়োগ দুর্নীতি! বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি

পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি উঠে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য। তদন্ত শুরু করে ইডি। এবার সেই মামলায় এল নতুন মোড়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
high1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুরসভা নিয়োগ মামলায় বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা পাঠালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হবে।

রাজ্য সরকারের আবেদন করা মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। তখন মামলা চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের গ্রেফতারির পরই পুরসভায় নিয়োগ নিয়ে উঠে আসে নানা তথ্য। অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় টাকার বিনিময়ে চাকরির অভিযোগ উঠেছে। মামলার তদন্ত করে ইডি। ইডি দাবি করে যে পুরনিয়োগে কম করে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।