নিজস্ব সংবাদদাতা: চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। বসিরহাট মহাকুমা আদালতে তাঁর ১০ দিনের পুলিশি হেফাজতের সাজা ঘোষণা হতেই শেখ শাহজাহানের আইনজীবী পৌঁছালেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আর সেখানে খানিকটা ভর্ৎসনার মুখেই পড়তে হল শাহজাহানের আইনজীবীকে।
এদিন প্রধান বিচারপতি তাঁকে উদ্দেশ্য করে বলেন, “আগামী ১০ বছরে এই মক্কেলের জন্য আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়রও রাখতে হবে। এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই”।
এদিন শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে উপস্থিত হলে প্রধান বিচারপতি বলেন, ‘আপনার জন্যই অপেক্ষা করছিলাম”। আর তারপরই তাঁকে এক একটি কথায় বিঁধেন বিচারপতি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)