কল সেন্টারের আড়ালে প্রতারণার ফাঁদ ! তদন্তে সাইবার থানার পুলিশ

মূলচক্রের খোঁজে তদন্তে নেমেছে সাইবার থানার পুলিশ।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চলছিল বহুদিন ধরে। সেই চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, মোবাইল টাওয়ার ইনস্টলেশনের জন্য এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৬০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল ধর্মতলার এক কল সেন্টারের বিরুদ্ধে। যার ফলে ওই ব্যক্তি সাইবার থানার দ্বারস্থ হয়েছিলেন। 

What is Cyber Crime in Manufacturing? | European Springs

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভুয়ো কল সেন্টার চালু করে সাধারণ মানুষদের ফোনের টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হত। এই প্রতারণার পিছনে লুকিয়ে ছিল এক বিপদজনক চক্র।

India ranks number 10 in cybercrime, Russia tops list followed by Ukraine |  India News - Business Standard

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই ভুয়ো কল সেন্টারে প্রায় ১২ জন কর্মচারী কাজ করত। তাদের সবাইকে বিধাননগর সাইবার থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। সেই সঙ্গে ভুয়ো কল সেন্টারের মালিকের বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে সাইবার থানার পুলিশ।

Add 1