নিজস্ব সংবাদদাতা: আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের মেজাজে গোটা দেশবাসী। ঠিক সেই মুহূর্তে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং করা নিয়ে ঝামেলা হয়। তাতে বাধা দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই। অপরদিকে, লাইভ স্ক্রিনিংয়ের দাবিতে রাম রাম স্লোগান দেন এর পক্ষে থাকা পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শেষে ঘটনা আটকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সহউপচার্য অমিতাভ দত্ত। এছাড়াও এক নিরাপত্তারক্ষীর মাথা ফাটে। ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়।