নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে তৃতীয় বারের জন্য সরকার গঠনের ক্ষেত্রে আশাবাদী বিজেপি। তবে এবার ৪ জুন দিল্লিতে সরকারের পরিবর্তন হবে বলে নিশ্চিত ভাবে ভবিষ্যদ্বাণী করলেন শশী থারুর। বর্তমানে বিহারের পাটনায় রয়েছেন তিনি। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বার্তা দিয়েছেন তিনি এবং ৪ ঠা জুন সরকার গঠন করার ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি এই বিষয়ে বলেছেন, "আমার কোনও সন্দেহ নেই যে মানুষ পরিবর্তন চায়। আমি নিশ্চিত যে ৪ জুন দিল্লিতে সরকারের পরিবর্তন হবে। শুধু বিহারে নয়, গোটা দেশেই গতবারের তুলনায় কম ভোট পাবে বিজেপি। জনগণ সরকারের দুর্বলতায় ক্লান্ত"।
তবে তিনি ২০১০ সালের পরে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট একটি বড় রায় দিয়েছে। ২০১০ সালের পরে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। আমি এই বিষয়ে কিছু বলব না, আমরা প্রথমে এটি অধ্যয়ন করব"। ইতিমধ্যেই শশী থারুরের বক্ত্যবের ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন ভিডিও-
#WATCH | Patna, Bihar: Congress MP Shashi Tharoor says "I have no doubt that people want change. I am sure that there will be a change in Delhi on June 4...BJP will get fewer votes compared to last time, not only in Bihar but the entire country. People are tired of the… pic.twitter.com/iuiXaj8x8D
— ANI (@ANI) May 23, 2024