বিজেপির নতুন স্লোগান, কোনও প্রশ্ন করা উচিৎ নয়! কী বললেন মন্ত্রী

চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র ভাষায় বিজেপি নেত্রী হেমা মালিনীকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির এখন নতুন স্লোগান, কোনও প্রশ্ন করা উচিৎ নয়। শুধু প্রশ্ন করার জন্য় সাংসদদের বরখাস্ত করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
chaindrima and hema.jpg

নিজস্ব সংবাদদাতা: টুইট করে বিজেপি নেত্রী হেমা মালিনীকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি টুইটে লেখেন, 'বিজেপির এখন নতুন স্লোগান, "কোনও প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয়।"  হেমা মালিনী, এটাই কি আপনার দলের বিভ্রান্তিকর 'অমৃত কাল' গণতন্ত্রের বিকৃত দৃষ্টিভঙ্গি? আপনার স্বৈরাচারী অবস্থান, শুধুমাত্র 'প্রশ্ন করার' জন্য এমপিদের বরখাস্ত করা হয়েছে।  আপনার মন্তব্যে আমরা হতবাক!'