নিজস্ব প্রতিবেদন : সোমবার চতুর্থী। ইতিমধ্যেই শহরের বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখার জন্য ভিড় জমতে শুরু করেছে। নতুন ব্যাগ ও অ্যাক্সেসরিজের সঙ্গে সঙ্গে পুজোর পরিক্রমায় সবাই ছাতা নিয়ে বের হচ্ছেন। তবে চতুর্থী ও পঞ্চমীর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলোর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে।
সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে, বৃষ্টির পরিমাণ কমবে, তবে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
কলকাতার আকাশ সকালবেলায় মেঘলা থাকবে, তবে দুপুরের দিকে আবহাওয়া উন্নতি ঘটতে পারে। ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।