নিজস্ব সংবাদদাতা: শীত এইবার যাইযাই করছে। পিঠে-পুলি নলেন গুড়ের স্বাদকে বিদায় জানিয়ে এবার বসন্তের ছোঁয়া লাগবার অপেক্ষা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে শীতের শেষে দক্ষিণবঙ্গে আবার আকাশে দুর্যোগের ঘনঘটা। পূর্ব বাংলাদেশে যে ঘুর্ণাবর্ত তৈরী হয়েছে তার জেরে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল। ভারী দুর্যোগ না হলেও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল দু-দিনই বৃষ্টি হবে একাধিক জেলায়। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলার দিকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী ২৪ঘন্টায় শিলাবৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/post_attachments/ba8f065526998b7f88556fd816035e8ecaf7a149ceb0f4bb0809c19cd270b9e0.jpeg)
/anm-bengali/media/post_attachments/8240303ce99e32cf026aaf30796d57d287615e68e21950c5f0f8caba9b7eb289.jpeg)
/anm-bengali/media/post_attachments/d3573448e9cbc2f1dd079e6233bd48943485a4f59c2df8c6e7460eb38662335e.jpeg)