শীতের শেষে উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা

শীতের শেষে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। শীতের আমেজ সকালে থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়ছে। সপ্তাহের প্রথমেই আকাশ মেঘলা থাকবে। সঙ্গে পাঁচ জেলায় বৃষ্টি। কলকাতা সহ বাকি জেলায় ভারী দুর্যোগের আশঙ্কা নেই।

author-image
Shroddha Bhattacharyya
New Update
hailstorm north bengal.jpeg

 

নিজস্ব সংবাদদাতা: শীত এইবার যাইযাই করছে। পিঠে-পুলি নলেন গুড়ের স্বাদকে বিদায় জানিয়ে এবার বসন্তের ছোঁয়া লাগবার অপেক্ষা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে শীতের শেষে দক্ষিণবঙ্গে আবার আকাশে দুর্যোগের ঘনঘটা। পূর্ব বাংলাদেশে যে ঘুর্ণাবর্ত তৈরী হয়েছে তার জেরে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল। ভারী দুর্যোগ না হলেও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল দু-দিনই বৃষ্টি হবে একাধিক জেলায়। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলার দিকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী ২৪ঘন্টায় শিলাবৃষ্টি হতে পারে।

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood