নিজস্ব সংবাদদাতা: শীত এইবার যাইযাই করছে। পিঠে-পুলি নলেন গুড়ের স্বাদকে বিদায় জানিয়ে এবার বসন্তের ছোঁয়া লাগবার অপেক্ষা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে শীতের শেষে দক্ষিণবঙ্গে আবার আকাশে দুর্যোগের ঘনঘটা। পূর্ব বাংলাদেশে যে ঘুর্ণাবর্ত তৈরী হয়েছে তার জেরে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল। ভারী দুর্যোগ না হলেও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল দু-দিনই বৃষ্টি হবে একাধিক জেলায়। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলার দিকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী ২৪ঘন্টায় শিলাবৃষ্টি হতে পারে।