কেন্দ্র সরকারের কাছে সবসময় খরা নিয়ন্ত্রণ একটি কঠিন চ্যালেঞ্জ: ড. কল্যাণ রুদ্র

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ৫০ বছর উদযাপনে বিশেষ বক্তব্য রাখলেন পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র। 

author-image
Anusmita Bhattacharya
New Update
coverka

কলকাতা: পরিবেশ বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ৫০ বছর উদযাপনে দূষণ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি রেখেছেন। অন্যান্য অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র। 

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র বলেন, 'আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারা বুঝতে পারি জলসঙ্কট কী'। বন্যা এবং খরা নিয়ে তিনি বলেন, 'কেন্দ্র সরকারের কাছে সবসময় খরা নিয়ন্ত্রণ একটি কঠিন চ্যালেঞ্জ। জলের যেমন একটা বিজ্ঞান আছে, তেমন রাজনীতি আছে, অর্থনীতি আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জলবণ্টন ব্যবস্থার চ্যালেঞ্জ হল বর্ষার জলকে সংরক্ষণ করে সুখা মরশুমের জন্য ব্যবহার করা। কোনো জায়গার গড় বৃষ্টিপাতের চেয়ে ২৬% কম বৃষ্টিপাত হলে তাহলে সেটিকে আমরা খরা বলি'। এছাড়াও আর কী কী তিনি বললেন শুনে নিন আপনারা।

Add 1