রাজ্যের মিড-ডে-মিলকে ভূয়সী প্রশংসা কেন্দ্রের

বাংলার মিড-ডে মিল প্রকল্পকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিল কেন্দ্র। নতুন করে এই খাতে বরাদ্দ করা হল ৩৬০০ কোটি টাকা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
mmgfuio

নিজস্ব সংবাদদাতা: বাংলার মিড-ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর উপদেশ দিল কেন্দ্র। দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকরা স্পষ্ট পর্যবেক্ষণ করে বলেছেন যে গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত। এই নিয়ে ব্রাত্য বসু সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখেন যে, "গতকাল দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে!"
অন্যদিকে, মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে  সরব হয়েছিল বঙ্গ বিজেপি। সে অভিযোগে জল ঢেলে দিল কেন্দ্র নিজেই। পাশাপাশি রাজ্যকে নতুন করে এই খাতে টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র। শিক্ষা দপ্তর সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে ৩৬০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।


add 4.jpeg

cityaddnew

স

স