নিজস্ব সংবাদদাতাঃ শনিবার পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে কেন্দ্রীয় সেনাবাহিনী। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় টহল দিয়েছে কেন্দ্রীয় সেনা বাহিনীরা। বাংলার জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ১ কোম্পানি আধা সেনা। এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ। তার আগেই রাজ্যে এসে গিয়েছেন জওয়ানরা। শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় আধা সেনা।
প্রসঙ্গত আজ সকালে কলকাতায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আজ কসবার একটি কমিউনিটি হলে দেখা গিয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানা নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যাবে। এরপর কলকাতার প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করবেন। পুলিশ সূত্রে খবর, আজ থেকেই শহরে রুটমার্চ করবে বাহিনী। স্বাভাবিকভাবে জেলাতেও যে ছবি গতকাল দেখা গিয়েছে, আজ থেকে তা কলকাতাতেও দেখা যাবে। এই কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দিকে নজর রাখবে। সাধারণ মানুষের মনোবল বাড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন তাঁরা।