ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কমিশনের মোট ১৫০ কোম্পানি সেনা মোতায়েন

সামনেই লোকসভা ভোট। তার আগেই নির্বাচন প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সেনা বাহিনী আসছে।

author-image
Probha Rani Das
New Update
central army fc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। জানা গিয়েছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ধারিত সময় জানানো হবে। তবে তার আগেই রাজ্যে পৌছতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পৌঁছচ্ছে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

জানা গিয়েছে, আগামী ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি আধা সেনা। ৭ মার্চ আসবে আরও ৫০ কোম্পানি। তার আগে আগামী ৩ মার্চ রাজ্যে আসবে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। প্রতিটি জেলার এসপি এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। তাদেরকে এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার ভিত্তিতেই কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করবে কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, এক মাস ধরে জমা পড়া রাজ্যের আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্টের কারণেই আগেভাগে বাংলায় বাহিনী পাঠানো হচ্ছে। তাঁরা স্পর্শকাতর এলাকাগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ শুরু করবে।

বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনও একটি দফায় প্রয়োজন পড়লে সর্বোচ্চ ৯২০ কোম্পানি পর্যন্ত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা যাবে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। 

Add 1

Ad3

Ad 2

Addd 3