নিজস্ব সংবাদদাতা: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই। মূলত, মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। কিন্তু গতকাল সন্দীপ-অভিজিৎকে হেফাজতে পায়নি সিবিআই। এরপরেই আজ তাঁদের দুই জনকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্র মারফত খবর, সন্দীপ-অভিজিৎ-এর মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য ও টালা থানার সিসিটিভি ফুটেজ নিয়ে জেরা করা হবে। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল সিবিআই-এর তরফে। সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার ওসিকে গ্রেফতার করেছিল সিবিআই। অথচ কোনও তথ্য লোপাট হয়নি। সব তথ্যই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। কিন্তু তা কখনোই মেনে নেয়নি সিবিআই। তাই সুপ্রিম কোর্টেও তারা জানিয়েছে, যে তথ্য প্রমাণ নিয়ে কাঁটা ছেঁড়া করা হয়েছে। এই সবের জন্যেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের কাছ থেকেই তথ্য সন্ধান করাই এখন মূল লক্ষ্য সিবিআইয়ের।