জেলের মধ্যে এ কি করছেন সন্দীপ ঘোষ? আজ তৃতীয়বার প্রেসিডেন্সি সংশোধনাগারে যাবে সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করবে। এই নিয়ে এটি সিবিআইয়ের সংশোধনাগারে যাওয়ার তৃতীয় দিন।

author-image
Debapriya Sarkar
New Update
Dr. Sandip Ghosh with CBI

নিজস্ব প্রতিবেদন : আজ, বৃহস্পতিবার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে যাচ্ছে। তারা আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করবে। এই নিয়ে এটি সিবিআইয়ের সংশোধনাগারে যাওয়ার তৃতীয় দিন।

x

সিবিআই সোমবার শিয়ালদহ আদালত থেকে এই জেরার জন্য অনুমতি পায়। সুত্র অনুযায়ী, টালা থানার ভিডিও ফুটেজ এবং দুজনের মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণের ভিত্তিতে তাদের জেরা করা হবে। উল্লেখ্য, আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিত মণ্ডলকে ৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই প্রথমে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেছিল।

CBI pic.jpg

সোমবার আদালতে সিবিআই তিনবার তাদের আবেদন সংশোধন করে। প্রথমে, তারা সন্দীপ ঘোষ ও অভিজিত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কিন্তু বিচারক প্রশ্ন তোলেন, কেন সিবিআই জেলে গিয়ে তাঁদের জেরা করতে পারবে না। এরপর সিবিআই সেই আবেদন প্রত্যাহার করে। পরে, তারা জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করে এবং আবারও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে।

sandip ghosh

বিচারক সিবিআইয়ের আইনজীবীকে সতর্ক করেন যে আবেদনের ক্ষেত্রে এমন ভুল করা উচিত নয়। আদালত নির্দেশ দেয় যে, সিবিআই জেলে গিয়ে জেরা করতে পারবে এবং প্রয়োজন হলে ল্যাপটপ, প্রিন্টার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ে যেতে পারবে। জেল সুপার অভিজিত ও সন্দীপের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন, যাতে সিবিআই আলাদাভাবে জেরা করতে পারে। জেরার দিন সন্দীপের আইনজীবী দেখা করতে পারবেন, তবে জেরার সময় থাকতে পারবেন না। আজকের জেরার মধ্যে সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিত মণ্ডলকে তাদের তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রশ্ন করবে, যাতে এই ভয়াবহ ঘটনার পিছনের সত্য উন্মোচিত হতে পারে।