দুর্ভোগ ক্রমেই বাড়ছে, শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই বনগাঁয় সিবিআই

বনগাঁতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তারই তদন্ত করতে বনগাঁতে শঙ্কর আঢ্যের বাড়িতে গেল সিবিআই। শঙ্কর আঢ্যকে ইডি রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বনগাঁতে শঙ্কর আঢ্যের বাড়িতে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কর আঢ্যকে ইডি ইতিমধ্যে গ্রেফতার করেছে। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয় ৫ জানুয়ারি। ওই দিন রাতে ইডির আধিকারিকদের ওপর বনগাঁতে শঙ্কর আঢ্যের অনুগামীরা আক্রমণ করে। ইডির গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হাইকোর্টের তরফে সন্দেশখালিতে ইডির ওপর হামলার তদন্তের পাশাপাশি বনগাঁতে ইডির ওপর হামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg