নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার।
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)
২০২২ সালে অরুণ হাজরার হাতে লেখা চুক্তিপত্র পেলো সিবিআই। আদালতে বিস্ফোরক নথি পেশ করল সিবিআই যেখানে উল্লেখ বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি, এই কথা লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে। আদালতে নথি পেশ করে এমনই দাবি করেছে সিবিআই। ওই বিজেপি নেতার দাবি ভুল তথ্য পেশ করা হয়েছে।