নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালের তদন্তভার ইতিমধ্যেই চলে গিয়েছে সিবিআই-এর হাতে। গতকাল হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। গতকালই আদালতের নির্দেশের পর এই মামলার কেস ডাইরি, নথি-সহ অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। আর আজ সকাল ৮টার মধ্যেই কলকাতায় এসে পৌঁছাল সিবিআইয়ের বিশেষ দল। ৭ জনের প্রতিনিধি দল আজ কলকাতায় এসে পৌঁছায়।
যা জানা যাচ্ছে, এই দলের মধ্যে ফরেনসিক এক্সপার্ট এবং মেডিকেল অফিসার রয়েছেন। আজ শিয়ালদাহ আদালতে এই মামলায় এফআইআর দায়ের করবে সিবিআই। আর আজই অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তারা।
যা জানা যাচ্ছে, আজ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যাবেন সিবিআই-এর আধিকারিকরা। এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে সিবিআই টিম সঞ্জয় রায়কে নিয়ে প্রথমেই যায় এসএসকেএম হাসপাতালে, সেখানে তাঁর মেডিকেল পরীক্ষা চলছে।
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | Members of the CBI team from Delhi reach CGO Complex in Kolkata, West Bengal.
Following Calcutta High Court order, the CBI has taken over the case and has sent a specialised medical and forensic team from Delhi. pic.twitter.com/7AKzq5Nh16