দুর্নীতিতে সরাসরি যোগ আরজি করের দেবাশিস সোমের! স্বাস্থ্যসচিবকে চিঠি সিবিআইয়ের

আরজি করের দুই চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সিবিআইয়ের।

author-image
Tamalika Chakraborty
New Update
Rg kar


নিজস্ব সংবাদদাতা:  এবার আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি ইস্যুতে স্বাস্থ্য সচিবকে চিঠি দিল সিবিআই। স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে লেখা সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার DIG এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। চিঠিতে ,  'দুর্নীতির মামলার তদন্তে উঠে এসেছে সুজাতা ঘোষ ও দেবাশিস সোমের নাম। হাসপাতালের সরঞ্জাম ক্রয় ও হাউস স্টাফ মনোনয়নে মিলেছে সুজাতা-দেবাশিসের ভূমিকা'-র উল্লেখ রয়েছে। আর জি কর মেডিক্যালের সহযোগী অধ্যাপক সুজাতা ঘোষ। অন্যদিকে, আরজি করের ফরেন্সিক বিভাগের ডেমোনস্ট্রেটর হলেন দেবাশিস সোম।  

আরজি করের দুর্নীতিতে এই দুই চিকিৎসক যুক্ত। তারপরেও নিজেদের দায়িত্বে বহাল রয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টে ৩০ সেপ্টেম্বরের শুনানিতে সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। সেই সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল, সিবিআইয়ের তরফে তথ্য দেওয়া হলে রাজ্য ব্যবস্থা নেবে। ইতিমধ্যে সিবিআইয়ের তরফে  চিঠি দিয়ে জানানো হয়েছে। রাজ্য এখন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার। অন্যদিকে, আরজি করে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে  ইতিমধ্যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও হাউসস্টাফ আশিষ পাণ্ডেকে গ্রেফতার করেছে। এছাড়াও আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।