নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালের এসএসসি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা জারি আছে। আদালতের নির্দেশে অযোগ্য, দুর্নীতিগ্রস্তদের তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তাতেই জানা যায় যে বাংলায় এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীও। সামনে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকার নাম।
সম্প্রতি ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকার প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই দাবি করছে যে শিক্ষা দফতরের পদস্থ কর্তাদের কারুর কারুর সঙ্গে ভালো যোগাযোগ ছিল কিছু প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের। ফলে প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেন তারা। কেন্দ্রীয় এজেন্সির নজরে থাকা ওই ৫০ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করবে এবার সিবিআই।