প্রেসিডেন্সি জেলে CBI, আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলল মানিকের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআই।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
cbiraid

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ  হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর টিম। জেলের ভিতর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। প্রায় আড়াই ঘণ্টা জেলে ছিল সিবিআই। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নতুন একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিয়েছিলেন, যাতে রাতেই জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। প্রয়োজন হলে হেফাজতে নেওয়ার অনুমতিও দিয়েছিল আদালত।

সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে প্রবেশ করে সিবিআই-এর ৪ সদস্যের একটি টিম। জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বেরিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, টিমের নেতৃত্বে ছিলেন একজন এসপি পদমর্যাদার অফিসার, দু’জন ইন্সপেক্টর ও একজন ভিডিয়োগ্রাফি এক্সপার্ট।