নিয়োগ দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত! পাল্টে দেওয়া হচ্ছে CBI অফিসার

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের আবেদনে সাড়া দিল হাইকোর্ট। সিবিআই অফিসার বদল করা হবে। নতুন অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? জেনে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
cbiraid

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি তদন্তে (Recruitment Scam) সিবিআই অফিসার (CBI Officer) বদলের আর্জি জানিয়েছিল। তাদের আবেদনে সায় দিয়েছে হাইকোর্ট (High Court)। এতদিন দায়িত্ব পালন করছিলেন ধরমবীর সিং। কিন্তু এবার থেকে ধরমবীর সিংয়ের জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হবেন কল্যাণ ভট্টাচার্য। দুর্নীতির তদন্তে সিবিআই এক বিশেষ তদন্তকারী দল (Special Investigating Team) গঠন করে যেখানে ছয় জন অফিসার রয়েছেন। তাঁরা হলেন এসপি ধরমবীর সিং, ডিএসপি সত্যেন্দ্র সিং, ডিএসপি কেসি ঋষিনামূল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর মলয় দাস এবং ইন্সপেক্টর ইমরান আশিক। এঁদের মধ্যেই বেশ কয়েকজন যথাযত কাজ করছেন না বলে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এবার একজনকে বদলে দেওয়া হচ্ছে।