প্রমাণ রয়েছে! আরও বিপাকে টালা থানার ওসি

টালা থানার ওসি ও সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে সিবিআই।

author-image
Tamalika Chakraborty
New Update
েএও

নিজস্ব সংবাদদাতা: আদালতে টালা থানার অপসারিত ওসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সিবিআই।  সিবিআইয়ের আইনজীবী বলেন, “CDR-এ সন্দীপের সঙ্গে কথোপকথন আছে।  সন্দীপের সঙ্গে ওসি অভিজিৎ মণ্ডল যুক্ত থাকতে পারেন। দুর্ঘটনার দিন একাধিকবার দুজনের মধ্যে কথপোকথন রয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করতে চায় সিবিআই। "  বিস্ফোরক সিবিআই-এর আইজীবী  বলেন, টালা থানার ওসি পুলিশ হিসেবে নিজের দায়িত্ব পালন করেননি। সকাল ১০টায় খবর পান। সকাল ১১টার সময় কেন FIR লেখানো হয়। সেই বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট উধাও নষ্ট হয়েছে। যার দায় তদন্তকারী পুলিশ আধিকারিকের ওপর যায়। 

tala ps oc

প্রসঙ্গত, প্রসঙ্গত, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর তিলত্তোমা ধর্ষণ ও খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তেড়েফুঁড়ে উঠছে। জানা যাচ্ছে, টালা থানার ওসির পর সিবিআই-এর নজরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে। তারপরেই বিনীত গোয়েলকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে। ইতিমধ্যে পুলিশের শীর্ষ কর্তাকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই বলে জানা গিয়েছে। এই দুই আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তাতে  কলকাতা  পুলিশের ইন্সস্টিটিউশন্যাল হেড হিসাবে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।