নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে সিবিআই তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নির্মল ঘোষ। ৯ আগস্টের দিন আরজি করের সেমিনার হলে তৃণমূলের এই বিধায়ককে দেখতে পাওয়া গিয়েছিল। পাশাপাশি সন্দীপ ঘোষের অফিসেও সেদিন তিনি গিয়েছিলেন। সিবিআইয়ের ব়্যাডারে নির্মল ঘোষ অনেকদিন আগে থেকেই ছিল বলে জানা যাচ্ছে।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নির্মল ঘোষ সাংবাদিকদের বলেন, "সিবিআইকে সাহায্য করতে এসেছিলাম। ৯ আগস্টের দিন আমি একটি সাংবাদিক সম্মেলন করি। সেখানে আমি অভয়ার বিচারের দাবি করি। এত নৃশংস ঘটনা আগে কখনও দেখিনি বলেও উল্লেখ করি। সেই অবস্থানে এখনও আমি ও আমার দল রয়েছি। কিন্তু এখন সিবিআই তদন্ত করছে। তাই গোটা ব্যবস্থা সিবিআইয়ের হাতে। তবে সিবিআইকে আমি যে কথাগুলো বলেছি, আমি এখানে সেই কথাগুলো বলতে পারবো না। আমি স্থানীয় বিধায়ক হিসেবে সেদিন অভয়ার বাড়ি গিয়েছিলাম। আমি নিজে নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেদিন সন্দীপ ঘোষের দেখা হয়েছিল। সন্দীপ ঘোষ আলোচনার কোনও প্রশ্নই আসে না।"