সিবিআইয়ের হাতে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা! আছে প্রভাবশালী ব্যক্তিত্বের নাম

পাঁচ দিন সিবিআই বিকাশভবনে তল্লাশি চালায়। সিবিআইয়ের হাতে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
CBI pic.jpg


নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে চাঞ্চল্যকর নথি এসেছে। সিবিআই পর পর পাঁচদিন বিকাশভবনে তল্লাশি অভিযান চালায়।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি যে নথি উদ্ধার করা হয়েছে, সেখানে অযোগ্য প্রার্থীদের একটি তালিকা পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এক আমলাকে সেই তালিকা পাঠান বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়। 

কাদের নাম রয়েছে এই তালিকায়? সিবিআই সূত্রে জানা গিয়েছে, ৭৫২ জনের নাম ওই তালিকায় রয়েছে।  তালিকায় অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের তরফে জানানো হয়েছে। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে CBI-এর দাবি।  প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পুজোর আগে নতুন করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, দুই বছর আগে   নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে।  পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। ঘটনায় রাজ্য জুড়ে উত্তেজনা শুরু হয়।  পরের দিন ভোরেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পরে একাধিক ব্যক্তিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। 

 tamacha4.jpeg