বিরাট ব্রেকিং : এবার ঘুরবে খেলা! আর জি কর মামলায় মিলেছে নতুন তথ্য প্রমাণ

আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণ মামলায় ফের সক্রিয় হয়েছে সিবিআই। বৃহস্পতিবার সিবিআই টিম হাসপাতলে গিয়ে প্রমাণ সংগ্রহ ও বয়ান নিতে আসে।

author-image
Debapriya Sarkar
New Update
Cbi

নিজস্ব প্রতিবেদন : আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণ মামলায় সিবিআই আবার সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার সিবিআইয়ের একটি টিম হাসপাতলে যায় এবং সেখানে তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের বয়ান নেয়। সিবিআই সূত্রে জানা গেছে, তারা খুন ও ধর্ষণের পর তথ্য লোপাট এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত প্রমাণ খুঁজছে।

Rg kar

গত ১৫ তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর সিবিআইয়ের তদন্ত কার্যক্রম পুনরায় শুরু হয়। সিবিআই ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ৪৫ পাতার চার্জশিট প্রস্তুত করেছে, যেখানে উল্লেখ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে গঠনমূলক প্রমাণ। চার্জশিটে আপাতত সঞ্জয়ের নাম ছাড়া আর কারও নাম নেই, তবে সিবিআই অন্যদের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে।

Protest

সুপ্রিম কোর্টে সিবিআই তাদের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, যাতে চার্জশিটের কথা উল্লেখ রয়েছে। রিপোর্টে সঞ্জয় রায়ের নামের পাশাপাশি খুনের ঘটনায় অন্যদের জড়িত থাকার সম্ভাবনা অস্বীকার করা হয়নি।সিবিআই এখনও নিশ্চিত নয় যে, এই ধর্ষণ-খুন মামলায় আরও কেউ জড়িত কিনা, তাই তদন্ত চলমান রয়েছে। সুপ্রিম কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে, তারা তিন মাস পর নতুন একটি স্টেটাস রিপোর্ট জমা দিক।

Dr. Sandip Ghosh with CBI

এই ঘটনাটি সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং দ্রুত তদন্ত ও ন্যায়বিচার প্রার্থনা করছে সাধারণ মানুষ। সিবিআইয়ের কার্যক্রমের ওপর নজর রাখছেন আদালত ও জনগণ, যাতে কোনোরকম পক্ষপাতিত্ব বা দেরিনা হয়।