এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই, তারাও চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি

একই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjaycbi-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হয় নি। হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আর তাতে প্রথম বিরোধিতা করে রাজ্য সরকার। শিয়ালদাহ কোর্টের রায়ের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তবে রাজ্যের এই আবেদনকে মান্যতা দেয়নি আদালত। কেননা আরজি কর মামলায় রায়ের কপি রয়েছে তিনজনের কাছে। সিবিআই, দোষী সঞ্জয় রায়ের আইনজীবী এবং আরজি কর মামলার তরুণীর পরিবারের কাছে। তাই রাজ্যকে আবেদন করতে গেলে, রায়ে পার্টি করতে হবে এঁদের মধ্যে কাউকে। যা রাজ্য না করায় তাঁদের আবেদনকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট।

CHighcourtalcutta

এবার সেই একই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী সোমবার রয়েছে এই মামলার শুনানি। 

CBI on RG kar case