মধ্যশিক্ষা পর্ষদের দফতরে ৬৭টি নিয়োগপত্র! ফাঁস করল CBI

এবার নিয়োগ দুর্নীতির মামলায় আরও এক নতুন মোড় এল। সিবিআই এমন এক তথ্য উত্থাপিত করেছে আদালতে যেটা শুনে অবাক হয়ে গেছেন খোদ বিচারপতি। দুর্নীতির তদন্ত এবার পাবে বেগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
cbiraid

নিজস্ব সংবাদদাতা: নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই কলকাতা হাই কোর্টে অবাক হয়ে যান বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।

শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয় যেখানে রিপোর্টে উল্লেখ করা হয়, এখনও মধ্যশিক্ষা পর্ষদের অফিসে পড়ে রয়েছে ৬৭টি অ্যাপয়নমেন্ট লেটার। অর্থাৎ নিয়োগপত্র ছাড়াই চাকরি পেয়েছেন তাঁরা। বিচারপতি বলেন যে CBI তদন্তে নতুন মোড় আনতে পারে এমন বিস্ময়কর তথ্য। সিবিআই অবস্থান জানাক হাই কোর্টে। ২০২০ সালে মধ্যশিক্ষা পর্ষদকে নবম-দশমে চাকরির জন্য ১৮৬টি সুপারিশপত্র পাঠানো হয়। আদালতে দাবি করা হয় যে ১৮৬ নয় মাত্র ১৭৫ সুপারিশপত্র পাঠানো হয়েছে পর্ষদে। ৫২টি সুপারিশ পত্রের হার্ড কপি নেই পর্ষদে। ৬৭ জনকে দেওয়া হয়নি নিয়োগপত্র।