বড় খবর: নিয়োগ দুর্নীতির 'মাথা'! CBI ফাঁস করলো 'গুরু'র নাম

শিক্ষক নিয়োগ দুর্নীতির ‘পুরনো পাপী’ তিনিই। জীবনকৃষ্ণ সাহার হাতেখড়ি হয় তাঁর কাছেই। সিবিআই খুঁজে বের করলো জীবনের ‘গুরু’কে। সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
koushik

কৌশিক ঘোষ

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) ‘পুরনো পাপী’ তিনিই। জীবনকৃষ্ণ সাহার হাতেখড়ি হয় তাঁর কাছেই। সিবিআই (CBI) খুঁজে বের করলো জীবনের ‘গুরু’কে। বড়ঞার ভড়ঞা গ্রামের এই যুবকের নাম কৌশিক ঘোষ। ইতিমধ্যেই সিবিআই হেফাজতে (CBI Custody) নেওয়া হয়েছে তাঁকে। কৌশিককে জিজ্ঞাসাবাদ করেই জীবন সম্পর্কে তথ্য পেয়েছে এই গোয়েন্দা সংস্থা। কৌশিকের সাথে জীবনকৃষ্ণর পরিচয় করিয়ে দেন কৌশিকের দাদা এবং পেশায় শিক্ষক সৌমিত্র ঘোষ। দু’মাস আগে সিবিআই গ্রেফতার (Arrest) করেছে কৌশিক ঘোষ-সহ আরও কিছু এজেন্টকে। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় চাকরি বিক্রির চক্রে ছিল কৌশিক ঘোষ, জীবনকৃষ্ণ সাহা এবং বহু এজেন্টের হাত।