নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। আর নিজেদের হেফাজতে পেতেই সিবিআইয়ের নিয়ম অনুযায়ী, মেডিকেল পরীক্ষায় নিয়ে যাওয়া হল অভিযুক্তকে। প্রথমে সিবিআই-এর জোকা ইএসআই হাসপাতালের দিকে দৌড়ালেও মাঝ রাস্তায় হঠাৎই ‘রুট’ পরিবর্তন। কিন্তু কেন?
আসলে জোকার কাছাকাছি পৌঁছে সিবিআই জানতে পারে আজ সেখানেও কর্মবিরতিতে বসেছে চিকিৎসকেরা। ফলে সেখানেও পরিষেবা স্বাভাবিক ভাবে পাওয়া যাবে না। তাই রাস্তাতেই সিদ্ধান্ত নিয়ে সিবিআই মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায় কমান্ড হাসপাতালে।
তবে এদিন যখন রাস্তায় দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় নিয়ে যাবেন, তখন পুলিশের ভ্যান ঘিরে ধরে রাস্তার সাধারণ মানুষ। তাঁদের দাবি ছিল একটাই, একঝলক অভিযুক্তকে দেখার। রাস্তায় এমনই ভিড় জমে যায়, যে সেই ভিড় সামলাতে রাস্তায় নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে পরিস্থিতি বুঝে তাড়াতাড়িই গাড়ি নিয়ে রওনা দেয় সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী।