BREAKING: যুদ্ধবিরতির পর আজ হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO)-র সেকেন্ড রাউন্ডের বৈঠক ! থাকবে একাধিক দাবি
BREAKING: ফের গাজায় এয়ার স্ট্রাইক করলো ইসরায়েল ! নিহত ৬
BREAKING: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো মার্কিন যুক্তরাষ্ট্র !
BREAKING: এবার ইউক্রেনের ওডেসায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া !
BREAKING: পুতিনের সঙ্গেই হবে আলোচনা ! নিজের অবস্থানে কড়া জেলেনস্কি
BREAKING: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় আহত ৬ !
BREAKING: রুশ হামলায় ইউক্রেনের নেচভলোদিভকায় নিহত ৩ !
‘প্রধানমন্ত্রী সেনাদের মনোবল বাড়ালেন, এটি সত্যিই প্রশংসনীয়!’
'সশস্ত্র বাহিনীকে নিয়ে দেশ গর্বিত, তাই তাঁদের জন্যেই এই তিরঙ্গা যাত্রা'

সিবিআই-এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কে ইনি?

তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তা স্পষ্ট করে বলা হয়নি এই চার্জশিটে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা ও সিবিআই তদন্ত ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট আজ আদালতে জমা দিয়েছে। যেখানে চাঞ্চল্যকর ভাবে উল্লেখ রয়েছে “জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের” নাম। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য 'কালীঘাটের কাকু'-র কাছ থেকে ১৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তা স্পষ্ট করে বলা হয়নি এই চার্জশিটে।

সিবিআই আজকের চার্জশিটে যে বিষয়গুলির ওপর জোর দিয়েছে, সেগুলি হল –
১) বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকার দাবি।
২) কুন্তল ঘোষের নির্দেশে সম্পূর্ণ বৈঠকের অডিও রেকর্ডিং করা হয়।
৩) কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়দের টার্গেট ছিল ২০০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করা।

cbi.jpg

মূলত এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এদিনের চার্জশিটে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কীভাবে জরাল, তা স্পষ্ট করে উল্লেখ নেই এই চার্জশিটে। তবে ইতিমধ্যেই এই নাম নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা।