নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই তাঁর নাম চর্চায় ছিল। এমনকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে তাঁকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ঘটনার দিনের এক ভাইরাল ভিডিওতে তাঁকে দেখাও গিয়েছিল সেমিনার হলে, যা নিশ্চিত করেছিল খোদ ওয়েস্ট বেঙ্গল আইএমএ। আর এবার সেই বিরূপাক্ষ বিশ্বাসকে ডেকে পাঠালো সিবিআই।
ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন। সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ। তাঁকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, ঘটনার দিন আরজি করেই ছিলেন বিরূপাক্ষ। কেন তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। একই সাথে উঠতে পারে থ্রেট কালচার প্রসঙ্গ।
বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এমনই অভিযোগ রয়েছে যে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’ চালাতেন। অভিযোগ, হাসপাতালগুলিতে তিনি তাঁর ভয়ের রাজত্ব তৈরি করেছিলেন। তাঁদের ভয়ে অধিকাংশ জুনিয়র চিকিৎসক তটস্থ থাকতো। তাই আজ সিবিআইয়ের কাছে এই সব বিষয় নিয়ে কথা উঠবে বলেই জানা যাচ্ছে।