SSC SCAM: মোট ১৪১ জন! কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে নিয়ে বিস্ফোরক CBI

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ৪ অযোগ্য শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঠিক তারপরেই কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই।

author-image
Anusmita Bhattacharya
New Update
money1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন। গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছে ৪ অযোগ্য শিক্ষককে। অন্যদিকে এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। জানা গেছে যে এজেন্ট এবং চাকরিপ্রার্থী মিলিয়ে মোট ১৪১ জনের থেকে টাকা নিয়েছেন তাপস। তিনি একা নিয়েছেন ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা। মুর্শিদাবাদের ৫ শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। ১জনকে এখনও গ্রেফতার করা হয়নি। অন্যদিকে চাকরি বিক্রি করে ৭১ জনের কাছ থেকে টাকা নিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। গ্রেফতার হওয়া চার শিক্ষক তাপসকে ৫-৬ লক্ষ করে টাকা দেন বলে দাবি করেছে সিবিআই।