নিজস্ব সংবাদদাতাঃ এবার সিবিআই-এর জালে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের শেষে শনিবার অর্থাৎ আজ রাতেই শেখ আলমগিরকে গ্রেফতার করেছে সিবিআই। ইডির উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাঁর ভাই শেখ আলমগির। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সিবিআই অফিসে হাজিরার কথা ছিল আলমগিরের। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর গতকাল ফের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, শনিবার বেলা ১১টার সময় আলমগিরকে হাজিরার জন্য বলা হয়েছিল। সেই মতো আজ সকালে সিবিআই অফিসে পৌঁছান আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আলমগিরের উত্তর সন্তোষজনক হয়নি বলেই সূত্রে খবর। শেষে দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই।