নিজস্ব সংবাদদাতা: অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের পাশাপাশি সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছে সিবিআই। সন্দীপ ঘোষের নারকো টেস্টে কার্যত সিলমোহর দিয়েছে শিয়ালদহ আদালত। তবে নারকো টেস্টের আগে অভিযুক্তির অনুমতি প্রয়োজন। সেই কারণে ২৩ তারিখে সন্দীপ ঘোষের অনুমতির নেওয়ার দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়েরও নারকো টেস্ট করতে চেয়েছিল সিবিআই। সেক্ষেত্রে সঞ্জয় রায় নারকো টেস্টে সম্মতি হয়নি।
আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটে সাহায্য ও কর্তব্যে গাফলতির জন্য টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্টের দাবি জানায় সিবিআই। সেই টেস্টে অভিজিৎ মণ্ডলের সম্মতির দিন ধার্য করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। আদালতে সিবিআই জানায় ওসি অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সন্দীপ ঘোষও এই কাজে জড়িত। তাই এদের মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত। কর্তব্যে গাফিলতি–সহ তথ্য প্রমাণ লোপাটের কাজে জড়িত টালা থানার ওসি। টালা থানার ওসির একাধিক উত্তরে ধোঁয়াশা রয়েছে। সেই কারণে সিবিআই অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চায়।