নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে এবার মৃত মহিলা চিকিৎসকের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেই ডায়েরি ইতিমধ্যেই হাতে পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে সেটি। ফলত, মনে করা হচ্ছে, নির্যাতিতার এই ডায়েরি তদন্তের গতি আরও মসৃণ করতে অনেকটাই সাহায্য করতে পারে গোয়েন্দাদের।
মৃত মহিলা চিকিৎসকের মা জানিয়েছেন, তাঁর মেয়ের ডায়েরি লেখা অভ্যাস ছিল। প্রতিদিন জীবনের সবটুকু খুঁটিনাটি বিষয় তিনি সেখানে লিখে রাখতেন। মৃতের বাবা মা আগেই জানিয়েছিলেন, মেয়ে নাইট শিফট করতে চাইত না। অনিহা তৈরি হয়েছিল তাঁর মধ্যে। পরিবার মনে করছে হয়ত সেই সব বিষয় তিনি লিখে রাখতে পারেন ডায়েরিতে। এখানেই শেষ নয়, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্টও ডায়েরি লিখেছেন নির্যাতিতা এমনটাই জানিয়েছেন তাঁর মা।
পুলিশ সূত্রে খবর, তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি ছিল। ডায়েরি কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে। সেখানে একটি লুজ পাতা ছিল। সেই পাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পাতায় লেখা ছিল, কীভাবে তিলোত্তমা বাবা মা কে ভালো রাখতে চায়। খোলা পাতা সহ ডায়েরি সিবিআই কে হস্তান্তর করা হয়েছে।