BREAKING: আদালতে TMC বিধায়কের কীর্তি ফাঁস করলো CBI! আরো বড় সিদ্ধান্ত

শেষ হলো তৃণমূল বিধায়কের সিবিআই হেফাজতের (মেয়াদ। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আবার আদালতে পেশ করল সিবিআই। আরো পাঁচ দিনের হেফাজতে চাইলো সিবিআই।

author-image
Anusmita Bhattacharya
New Update
jiban1

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নিজস্ব সংবাদদাতা: শেষ হলো তৃণমূল বিধায়কের (TMC MLA) সিবিআই হেফাজতের (CBI Custody) মেয়াদ। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) আবার আদালতে পেশ করল সিবিআই। বিধায়ককে আরো পাঁচ দিনের হেফাজতে চাইলো সিবিআই। "অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে তুলেছেন কোটি কোটি টাকা", নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। দাবি, ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি যারা মামলার চার্জশিটে (Chargesheet) অভিযুক্ত, তাদের টাকা পাঠানো হয়েছে। সিবিআই আধিকারিকদের দাবি, চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। তল্লাশির সময়ে প্রচুর নথি পাওয়া গেছে। "যে নথি পাওয়া গিয়েছে সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়", জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা দিলেন বিচারক।