TET: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ!

প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশ দেন। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়। আজ সেই মামলার শুনানি রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijit4

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে।বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের টেট পাশ হিসাবে মান্যতা দেওয়ার নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। বুধবার ডিভিশন বেঞ্চে সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে।

২০১৪ প্রাথমিক টেটে সংরক্ষিত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাশ করার নূন্যতম নম্বর ছিল ৮৩। মামলা হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় প্রাথমিক টেটে ৮২নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের পাশ করানোর নির্দেশ দিয়েছিলেন। NCTE-র নিয়ম মেনে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০২২- এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৮২ নম্বর পেয়ে পাশ করা প্রার্থীদের সুযোগ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানানো হয় ডিভিশন বেঞ্চে।