নিজস্ব সংবাদদাতা: ফের মহামিছিলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে বিকেল ৪টের সময় এই মহামিছিল বের হবে। যাবে ধর্মতলা পর্যন্ত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তরফে এই মহামিছিলের ডাক দিয়েছেন।
এর আগে চিকিৎসকরা ১ অক্টোবর মিছিলের ডাক দিয়েছিলেন। ২ অক্টোবর জুনিয়র চিকিৎসকরা মহামিছিলের ডাক দিয়েছিলেন। এই দুই দিনই কার্যত জনসমুদ্রের আকারণ ধারণ করেছিল রাজপথ। কিন্তু পঞ্চমীর দিন সাধারণ মানুষের পুজো দেখতে যাওয়ার একটা পরিকল্পনা থাকে। তারমধ্যে এই মিছিল কতটা বাস্তবায়িত হবে, সেই নিয়ে সন্দেহ রয়েছে বলে নাগরিক সমাজের একাংশ মনে করছেন। তবে আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের একটা বড় অংশ উৎসবে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, উৎসবের হানছানি ছেড়ে প্রতিবারের মতো নাগরিক সমাজ এই মিছিলে যোগ দেবেন কি না।
অন্যদিকে, ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে বসেছেন। প্রথমে ছয় জন জুনিয়র চিকিৎসক আন্দোলনে বসেন। গত কাল আর অর্থাফ রবিবার থেকে আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এই অনশনে যোগ দেন। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অনশনকারীদের রক্তে শর্করার পরিমাণ ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে।