নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের নক্কারজনক ঘটনার বিচারের দাবী জানিয়ে আজ সারা বাংলা পথে নেমেছে। আজ রাসবিহারী অ্যাভেনিউতে দক্ষিণ কলকাতার ৫২টিরও বেশি স্কুলের প্রাক্তনীরা মানব বন্ধনের ডাক দেন।
অআজ সাধারণ মানুষ নিপীড়িতার বিচারের দাবীতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। তারা আজ গড়িয়াহাট মোড় থেকে প্রায় দুই ঘণ্টা হেঁটে রাসবিহারী মোড় পর্যন্ত আসেন। মোবাইলের টর্চের আলো জ্বেলে তারা এই প্রতিবাদ মিছিল চালিয়ে নিয়ে যান।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আগামীকাল ৯ সেপ্টেম্বর সোমবার উচ্চ ন্যায়ালয়ে এই মামলার শুনানি আছে। বাংলার মানুষ সেই দিকে চেয়ে বসে আছে।