জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে উৎসব! ক্ষুব্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমার মনে হয় উৎসবের যে আনন্দ তা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
calcutta university

নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছরের উদযাপনের সূচনা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য টেনে আনলেন আরজি কর প্রসঙ্গ।  উঠে আসে উৎসব চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ। 

লকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছরের উদযাপনের সূচনা হয়। এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কোর্সের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়।  সেই অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের  সেনেট হলে উপাচার্যের বক্তব্যে এল আরজি করের প্রসঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত বলেন, কর্মক্ষেত্রে একটি মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অনশন করছে। আমি বলতে চেয়েছি, প্যান্ডেল দেখতে সেজেগুজেতে সবাইকে বেরোয়, সেজেগুজে বেরিয়ে যাঁরা মানুষের মঙ্গলের জন্য উপবাসে রয়েছেন, তাঁদের একবার দেখে যেও।    তিনি বলেন, ধর্ম নিয়ে আমি কোনও কথা বলছি না। কারও কাছে ধর্ম আছে। কারও কাছে ধর্ম নেই। দুর্গা পুজোর অঞ্জলি যদি চায় সবাই দেবে। কিন্তু উৎসবের যে আনন্দ তা জোর করে মানুষের মনে চাপিয়ে দেওয়া হচ্ছে। 

এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ওঁকে তো শুনেছি ওঁর রাজ্যপাল জোর করে চেয়ারে চাপিয়ে দিয়েছেন। সেই চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনও ঠিক।  তাই আমার মনে হয়, বাংলার উৎসবকে অপমান করার অধিকার নেই ওনার। 

 tamacha4.jpeg