নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকরা বার বার কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এবার জুনিয়র চিকিৎসক ও কলকাতা পুলিশ ফের একবার বচসায় জড়িয়ে পড়েন। শুধু চৌকি নয় বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি, ডেকরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের এই আমরণ অনশনে যোগ দিয়েছেন নয় জন জুনিয়র চিকিৎসক। চৌকি বাজেয়াপ্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান জুনিয়র চিকিৎসকরা। একটা ন্যূনতম চাহিদা, যে আমরণ অনশনে বসেছেন, তাঁর ন্যূনতম চাহিদা পূরণে বাধা দিচ্ছে। এর থেকে বাজে জিনিস বোধ হয় কোনও দেশের বা কোনও রাজ্যের কোনও সরকার কোনও দিন করেনি। এরা সেই রাস্তাটাকেও আজকে দেখিয়ে দিল। কলকাতা পুলিশ যে কতটা নীচে নামতে চাইছে, সেটা দেখিয়ে দিল।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়রদের সঙ্গে রিলে অনশনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। পাশাপাশি এই অনশনের লাইভ টেলিকাস্ট ইউটিউবে হবে বলেও জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, অনশনের কারণে কোনও জুনিয়র চিকিৎসকের কোনও প্রকার ক্ষতি হলে গণ ইস্তফা দেওয়া হবে।