নিজস্ব সংবাদদাতা: অযোগ্য প্রার্থীদের বেতন ফেরতের বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছে।
এদিন আদালত প্রশ্ন তোলে, “SSC-এর ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ কি যথাযথভাবে পালন হয়েছে? কমিশনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?”
আদালত আরও মনে করিয়ে দেয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত চারটি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চাওয়া হয় সিবিআই-এর কাছে।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
জবাবে সিবিআই আদালতকে জানায়, তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে।
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে পরশু দিন।