নিজস্ব সংবাদদাতাঃ যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে সল্টলেকে বিক্ষোভে নেমেছে বাম কর্মী সমর্থকরা। বামেদের মিছিলের নেতৃত্বে রয়ছেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সল্টলেকে বামেদের বিক্ষোভে পুলিশের সঙ্গে বচসা এবং ধ্বস্তাধস্তি শুরু হয়। অযোগ্য এবং দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি করেছে বামেরা। SSC ভবন অভিযানে SFI, DYFI, ABTA। আদালতের নির্দেশে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল করা হয়েছে। ২৫ হাজার ৫৭৩ জনের চাকরি বাতিল হয়েছ। সি নিয়েই আজ বিক্ষোভ শুরু করেছে বাম কর্মী সমর্থকরা।