BREAKING: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে এবার হাইকোর্ট নিল বড় সিদ্ধান্ত!

জেনে নিন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিংসার শিকার হন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে গেলে যাদবপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

bratya31

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে "না" কলকাতা হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় এটা জানার পরেও কেন আমন্ত্রণ গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী সেটা স্পষ্ট নয় আদালতের কাছে, মন্তব্য প্রধান বিচারপতির। ২০১৪ সাল থেকে যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় কেন রাজ্যের কাছে পুলিশি সহায়তা চায়নি? প্রশ্ন প্রধান বিচারপতির। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।