নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। এবার ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ। লোকসভা নির্বাচনের সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
এই নিয়ে বুধবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হিরণ দাবি করেছিলেন যে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা হয়েছে। সরাসরি দেব এবং তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে ওঠে অভিযোগ। ঘটনার প্রকৃত সত্য কী তা জানতে চেয়ে CBI তদন্তের দাবি জানান বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেই নিয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় এজেন্সি চাইলে বিষয়টি দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও দিতে পারে।