কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শুরু হল কলকাতা বইমেলা 2025। সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-28 at 17.07.37

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (48 International Kolkata Book Fair) শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।

https://x.com/egiye_bangla/status/1884162383121449029?t=AhxMCK4vc75rEERkMG9AHg&s=19

চলতি বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বইয়ের ডালি সাজিয়ে উপস্থিত অনেক দেশের প্রকাশক। আজ থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন ধরে চলবে বইমেলা। ৯ তারিখ শেষদিন। এ বছর ২৮ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশ থেকে কোনও স্টল দেওয়া হয়নি। এবার বাংলাদেশ হাই কমিশন স্টল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি।