পুলিশের মানব বন্ধন টপকে দৌড় ! উত্তেজনার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা শুরু

পুলিশের বাধা সরিয়ে জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা শুরু।

author-image
Tamalika Chakraborty
New Update
park street


নিজস্ব সংবাদদাতা: চাঁদনীচকের পর জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা বাধার মুখ পড়ল ধর্মতলায়। ম্যাটাডোরে  অভয়া পরিকল্পনার কথা ছিল। কিন্তু পুলিশ ম্যাটাডোর আটকে দেয়। তারপর জুনিয়র চিকিৎসকরা হেঁটেই অভয়া পরিক্রমার পরিকল্পনা করেন।  অ্যাপ্রন গায়ে  হেঁটেই পরিক্রমার সিদ্ধান্ত নেন তাঁরা।

পার্কস্ট্রিটে  নতুন করে কলকাতা পুলিশ জুনিয়র চিকিৎসকদের আটকে দেন। এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ ছিলেন। পার্কস্ট্রিটে যখন চিকিৎসকরা হাঁটতে শুরু করেন, তখন দেখা যায়, পুলিশ রীতিমতো মানববন্ধন করে চিকিৎসকদের বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে নতুন করে বচসার সৃষ্টি হয়। যানবাহন দাঁড়িয়ে যায়।  একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পুলিশের মানব বন্ধনকে টপকে এগিয়ে যান জুনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষের দল। এক জুনিয়র চিকিৎসক বলেন, “আমরা ম্যাটাডোর করে শান্তিপূর্ণভাবে পুজো পরিক্রমা করতে চেয়েছিলাম। সেখানে আমাদের বার্তাটুকু পৌঁছে দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের আটকে দেওয়া হয়। আমরা হেঁটে পরিক্রমার সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ সাধারণ মানুষ থাকবে, ততক্ষণ আমরা হেঁটে যাবো।"

বার বার পুলিশ জুনিয়র চিকিৎসকদের আনশন ও আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রতি ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের অনড় অবস্থানের জেরে কার্যত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় পুলিশকে।