BREAKING : তৃণমূল কংগ্রেসে বিরাট রদবদল : মমতার কাছে তালিকা জমা দিলো অভিষেক

তৃণমূল কংগ্রেসে উপনির্বাচন শেষে নেতৃত্ব বদলের প্রস্তুতি, ১২৫টি পুরসভায় রদবদল এবং ১০-১২টি জেলা সভাপতির পরিবর্তন হতে পারে।

author-image
Debapriya Sarkar
New Update
avishek8

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসে বড় রদবদলের আভাস মিলছে, যার পুরোপুরি বাস্তবায়ন হতে পারে উপনির্বাচন শেষে। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই নেতৃত্ব পরিবর্তনের প্রস্তাব জমা পড়ে গিয়েছে। গত ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। এখন সেই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে।

avishek7tmc

সূত্রের দাবি, দলের ১২৫টি পুরসভায় নেতৃত্বের রদবদল হবে। বিশেষ করে যেসব এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে, সেসব পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের ভূমিকা পুনঃমূল্যায়ন করা হবে। ২০২৪ সালের নির্বাচনের ফলাফলকেই এই পরিবর্তনের মূল মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে।

Mamata-at-July-TMC-Rally

এছাড়া, দলের সাংগঠনিক স্তরেও পরিবর্তন আসতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ৩৫টি সাংগঠনিক জেলার মধ্যে ১০-১২টি জেলার সভাপতির বদল করার পরিকল্পনা করেছেন। সূত্রের খবর, নেতৃত্বের পরিবর্তন শুধুমাত্র আনুগত্যের ভিত্তিতে নয়, কর্মদক্ষতা ও পারফর্ম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া হবে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Avishek

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকে দলের সাংগঠনিক কাজের প্রতি তেমন সক্রিয় দেখা যায়নি অভিষেককে, কারণ তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। তবে বর্তমানে তিনি কলকাতায় ফিরে দলের কর্মকাণ্ডে বিশেষ নজর দিয়েছেন এবং নেতৃত্বে পরিবর্তন আনতে প্রস্তুতি নিচ্ছেন। এখন অপেক্ষা, কোন নেতা তাদের দায়িত্ব হারাবেন এবং কার ভাগ্যে কী পরিবর্তন আসবে, তা দেখার।