অবশেষে কমছে দাম! সুখবর দিলো রাজ্য সরকার

২০১৮ সালের সরকার নির্ধারিত বাস ভাড়াই নিতে হবে বাস মালিকদের। ফলে অনেকটা কমে যাবে বাসের টিকিটের দাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatabus

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালের সরকার নির্ধারিত বাস ভাড়াই নিতে হবে বাস মালিকদের (Bus Fare)। ফলে অনেকটা কমে যাবে বাসের টিকিটের দাম। বাড়তি ভাড়া (Extra Fare) নিলে মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নবান্ন (Nabanna) থেকে জানিয়ে দেওয়া হলো। এই তথ্য দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পাশাপাশি বেসরকারি বাসে টাঙাতে হবে সরকার নির্ধারিত রেট চার্ট (Fare Chart)। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সমস্ত বাস সংগঠনকে এ বিষয়ে চিঠি দিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (State Transport Department)।